নকশালবাড়ি, ৯ আগস্টঃ আদিবাসী দিবসের দিনে আদিবাসীদের ওপর বঞ্চনার অভিযোগ সহ ৬ দফা দাবীতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে নকশালবাড়ি বিডিওকে স্মারকলিপি জমা দিল রাষ্ট্রীয় আদিবাসী কল্যাণ সমিতি।
এদিন নকশালবাড়ির বিজয়নগর থেকে নকশালবাড়ি বিডিও অফিস পর্যন্ত মিছিল করে নকশালবাড়ি বিডিওকে ৬ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের সভাপতি বিনয় মূর্মূ জানান, ইউনিফর্ম সিভিল বাতিল করতে হবে।রাজ্য জুড়ে শান্তিপূর্ণ নির্বাচনে করে মৃত্যু বন্ধ করতে হবে, মনিপুরে আদিবাসীদের ওপর অত্যাচার বন্ধ করে রাষ্ট্রপতি শাসন চালু করতে হবে।সংসদে আদিবাসীদের বিরোধী আইন প্রনয়ন বন্ধ করতে হবে, অ-আদিবাসীদের আদিবাসী সংশাপত্র বন্ধ ও বাতিল এবং চা বাগানে ৫ ডেসিমেল জমি পাট্টা নয় খতিয়ান দেওয়ার দাবি জানান তিনি।