শিলিগুড়ি, ২৮ নভেম্বরঃ শিলিগুড়ির ইস্টার্স বাইপাসের ঘটনার পর সরব হয়েছে বিভিন্ন মহল। ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জীর নেতৃত্বে মিছিল করে একাধিক দাবিতে থানায় স্মারকলিপি প্রদান করা হল।
রবিবার একাধিক দাবিতে জলেশ্বরী বাজার থেকে মিছিল করেন বিধায়ক শিখা চ্যাটার্জি সহ দলের নেতৃত্বরা।ইস্টার্ন বাইপাসে বিভিন্ন জায়গায় ট্রাফিক ব্যবস্থা,বেপরোয়াভাবে যানচলাচল বন্ধ, অবৈধ দোকানদারদের পুনর্বাসন সহ ৭ দফা দাবিতে আশিঘর পুলিশ ফাঁড়িতে স্মারকলিপি জমা দেন তারা।
এদিন বিধায়ক শিখা চ্যাটার্জী বলেন, এসজেডিএ থেকে রাস্তা করা হয়েছে।তবে আজ পর্যন্ত সেখানে কোনো পথবাতির ব্যবস্থা করা হয়নি।পুলিশ ব্যারিকেড নেই।অবৈধ দোকানের ট্রেড লাইসেন্স দেওয়া নিয়েও এদিন প্রশ্ন তোলেন তিনি।