শিলিগুড়ি, ১৭ জুলাইঃ ভুট্টা বোঝাই গাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমাণে অবৈধ বিদেশি মদ। ঘটনায় ২ জনকে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সাজেব ও মহম্মদ নাজিব। দুজনেই উত্তরপ্রদেশের বাদিন্দা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়িতে অভিযান চালিয়ে একটি ভুট্টা বোঝাই ট্রাক আটক করে এনজেপি থানার পুলিশ। ভুট্টার আড়ালে উদ্ধার হয় ৭ হাজার বোতল অবৈধ বিদেশি মদ। মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, অরুণাচল প্রদেশ থেকে এই মদ গুলি নিয়ে যাওয়া হচ্ছিল বিহারের উদ্দেশ্যে। ঘটনায় চালক ও সহকারী চালককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।