শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বরঃ ৭ অক্টোবর শিলিগুড়িতে হতে চলেছে দূর্গা পুজোর কার্নিভাল।তার আগে শহরের রাস্তা ঘুরে দেখলেন মেয়র গৌতম দেব।রবিবার শিলিগুড়ির পুলিশ আধিকারিকদের নিয়ে হাসমি চক থেকে শুরু করে শিলিগুড়ির সেবক মোড়, এয়ারভিউ মোড় এবং মহানন্দা লালমোহন মৌলিক নিরঞ্জনঘাট ঘুরে দেখেন মেয়র।
আগামী ৭ অক্টোম্বর শিলিগুড়িতে দূর্গা পুজোর কার্নিভালের আয়োজন করা হয়েছে যেখানে প্রায় ৩০টি পুরোনো ও ঐতিহ্যবাহী ক্লাব অংশগ্রহণ করবে।বিধান রোড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে এবং হিলকার্ট রোড, সেবক মোড়, এয়ারভিউ মোড় হয়ে মহানন্দা লালমোহন মৌলিক নিরঞ্জনঘাটে গিয়ে সেই শোভাযাত্রা শেষ হবে।
এই শোভাযাত্রায় একদিকে যেমন প্রতিমা থাকছে পাশাপাশি বাংলার সংস্কৃতি তুলে ধরা হবে।বিভিন্ন শিল্পীরা নানান অনুষ্ঠান করবেন।হিলকার্ট রোডে রাস্তার একপাশ থেকে মানুষ এই কার্নিভাল দেখতে পারবেন সেই কারণে কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন শহরের বিভিন্ন রাস্তা সরেজমিনে ঘুরে দেখলেন মেয়র গৌতম দেব।