জলপাইগুড়ি, ১৪ জুনঃ বিপদ যেন পিছু ছাড়ছে না জলপাইগুড়ির তিস্তা পাড়ের বাসিন্দাদের। একদিকে নদীর জলস্তর বাড়ায় বন্যার ভ্রুকুটি। অন্যদিকে হাতির হামলা। বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যেই বৈকন্ঠপুরের জঙ্গল থেকে তিস্তার চর এলাকায় চলে আসে সত্তরটিরও বেশি হাতির একটি দল।যেকারনে আতঙ্কে এলাকার মানুষ।
জানা গিয়েছে, তিস্তার চর এলাকায় দাপিয়ে শুক্রবার ভোরের দিকে জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন কালিয়াগঞ্জ, মোড়ল পাড়া,মাহুতপাড়া,পাহাড়পুর এলাকায় ঢুকে পড়ে হাতির দলটি।হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের ক্ষেত। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
আজ সকালে হাতির দলটি সকালে ছোট ছোট দলে ভাগ হয়ে যাওয়ায় জঙ্গলে ফেরত পাঠাতে সমস্যায় পড়তে হচ্ছে বনকর্মীদের।ঘটনাস্থলে রয়েছে বৈকন্ঠপুর,গরুমারা,জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা।হাতির দলটি বর্তমানে লোকালয় ঘুরে ফের তিস্তার চরে আশ্রয় নিয়েছে। বিপদ এড়াতে মানুষকে সতর্ক করার পাশাপাশি হাতির দলটির উপর নজর রাখছেন বনকর্মীরা।