শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ ৭০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক জনকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ।ধৃতের নাম মহম্মদ ইমতাজুল ওরফে নন্দু বাও।বাড়ি মাটিগাড়া থানার অন্তর্গত শুটকি হাটি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় ২৭০ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য ৭০ লক্ষ টাকা।
অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।