রাজগঞ্জ, ২৭ মার্চঃ ফের বড়সড় সাফল্য বেলাকোবা রেঞ্জের।পাচারের আগে কনটেনার বোঝাই বার্মাটিক কাঠ উদ্ধার করলো বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় গ্রেফতার ৩ জন।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার সকালে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের সারিয়াম এলাকায় একটি কনটেনার আটক করা। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৭০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ।ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হল স্বপন ঠাকুর, মহঃ সাদ্দাম হোসেন এবং নন্দবীর সিং। ধৃতদের মধ্যে স্বপন কোচবিহারের বাসিন্দা, মহঃ সাদ্দাম আসাম ও নন্দবীর সিং উত্তর প্রদেশের বাসিন্দা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রায় ৭০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ উদ্ধার হয়েছে। কাঠগুলি গোয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।পাচারের কাজে ব্যবহৃত একটি চারচাকার গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।