শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭৫ বর্ষ উপলক্ষে প্রাক্তনীদের একাধিক কর্মসূচী

শিলিগুড়ি,১৩ মেঃ শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭৫ বর্ষ উপলক্ষে প্রাক্তনীদের অভিনব উদ্যোগ। করোনা পরিস্থিতিতে বিভিন্ন সমাজসেবামূলক কাজ শুরু করলেন তারা। প্রাক্তন স্কুলের ৭৫ বছর পূর্তিতে বৃহস্পতিবার ৭৫ জন অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা।


এক প্রাক্তনী মধুপা সরকার জানান, তারা প্রায় ২৫ জন মিলে এই উদ্যোগ নিয়েছেন। দেবকী কুন্ডু, শাশ্বতি দাসগুপ্ত, প্রগতি কর সেনগুপ্ত, সংযুক্তা বসু, চন্দ্রতপা দাস সহ আরও অনেকেই এই প্রাক্তনীদের তালিকায় রয়েছেন। স্কুলকে ভালোবেসেই সম্পূর্ণ ব্যাক্তিগতভাবে তাদের এই উদ্যোগ। বর্তমানে তারা সকলেই বিভিন্ন ক্ষেত্রে কর্মরত রয়েছেন। স্কুলকে ভালোবেসে ও সমাজের প্রতি থাকা এক দায়িত্ববোধের জেরেই মাসখানেক আগে থেকে তারা এই সমাজসেবামূলক কর্মসূচী শুরু করেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে তারা দশ হাজার টাকার একটি চেক তুলে দিয়েছেন। অন্য একটি সংস্থাকেও একটি অক্সিজেন সিলিন্ডার ও বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য দশ হাজার টাকা প্রদান করেন। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে এবং নিজেদের খরচেই তারা এই কর্মসূচী চালিয়ে যাচ্ছেন। তারা আরও জানান, এইমুহূর্তে রক্তসংকট দেখা দিচ্ছে। এই সঙ্কট মেটাতে শীঘ্রই তারা একটি রক্তদান শিবির আয়োজিত করতে চলেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş