রাজগঞ্জ, ২৮ নভেম্বরঃ সাতদিন ব্যাপী উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসব এবং রাসমেলা শুরু হল গজলডোবার টাকিমারিতে।সোমবার রাতে বাউল উৎসবের উদ্বোধন করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়।
জানা গিয়েছে, রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের গজলডোবা সংলগ্ন টাকিমারির রাস উৎসব এবছর ২৫ তম বর্ষে পদার্পণ করেছে।প্রতিবারের ন্যায় এবছরও উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসব শুরু হয়েছে।২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মেলারও আয়োজন করা হয়। ৭ দিন ব্যাপী চলবে রাসমেলা ও বাউল উৎসব। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও ঝাড়খন্ড,অসম ও বাংলাদেশের শিল্পীরা এসেছেন।এছাড়া মূর্তির মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলা এবং সচেতনতামূলক বিষয় তুলে ধরা হয়েছে।
কমিটি সূত্রে জানা গিয়েছে, এই এলাকার মানুষের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শুধু রাজগঞ্জ ব্লক নয়, জেলার বাইরে থেকেও প্রচুর মানুষ বাউল গান শুনতে আসেন।