শিলিগুড়ি,২৫ আগস্টঃ ৭ দফা দাবিতে পুরনিগমের ডেপুটি মেয়রকে স্মারকলিপি প্রদান করল দার্জিলিং জেলা সিপিআই।
রাস্তা মেরামত,নর্দমা পরিস্কার করা,নষ্ট লাইটগুলিকে পুজোর আগে ঠিক করা,পানীয় জলের ব্যবস্থা এবং শিলিগুড়ির ট্রাফিক সমস্যার সমাধান সহ মোট ৭ দফা দাবিতে বৃহস্পতিবার ডেপুটি মেয়র রঞ্জন সরকারের হাতে স্মারকলিপিটি তুলে দেন সংগঠনের সম্পাদক অনিমেষ ব্যানার্জি।
তিনি জানান,পুজোর আগে যাতে শহরবাসী সুষ্ঠ পরিসেবা পান সেইদিক বিবেচনা করেই পুরনিগমে স্মারকলিপি দেওয়া হল।আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে যদি তাদের দাবিগুলির প্রতি পুরনিগম সহানুভূতি না দেখায় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।
