ইসলামপুর,২ মেঃ উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা সম্পন্ন হল।জেলার ৭টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল এবং বাকি দুটি কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছে।
চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুল রহমান ৬৪,৩৪০ ভোটে জয়ী হয়েছেন।অন্যদিকে ইসলামপুরের তৃণমুল প্রার্থী আব্দুল করিম চৌধুরী ৩৭,৪৫১ ভোটে জয়লাভ করেছেন। গোয়ালপোখর বিধানসভাও দখল করেছে তৃণমূল।সেখানকার তৃণমুল প্রার্থী গোলাম রব্বানী ৭৪,২৩৫ ভোটে জয়লাভ করেছেন।
এদিকে চাকুলিয়া বিধানসভায় তৃণমূল প্রার্থী মিনহাজুল আরফিন আজাদ ৩১,৮৫০ ভোটে জয়ী হয়েছেন।করণদিঘীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল ৩৭,০০০ ভোটে জয়ী হয়েছেন। হেমতাবাদে তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন জয়ী ২০,০০০ ভোটে জয়লাভ করেছেন। ইটাহারের তৃনমুল প্রার্থী মোশারফ হোসেন ৪৪,০৭৫ ভোটে জয়ী হয়েছেন।
অন্যদিকে রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ বিধানসভা দখল করেছে বিজেপি।রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ১৯,৬৭৬ ভোটে জয়লাভ করেছেন।কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায় ২১,৮৫৪ ভোটে জয়ী হয়েছেন।