দার্জিলিং, ৩০ সেপ্টেম্বরঃ আট বছর পর পাহাড়ে বনধ। সকাল থেকেই শুনশান পাহাড়ের রাস্তাঘাট। বন্ধ সমস্ত দোকানপাট ও বাজার।
পাহাড়ের চা বাগানগুলির শ্রমিকদের ২০ শতাংশ বোনাসের দাবিতে সোমবার ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়েছে। চা শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চের ডাকে এই বনধ হচ্ছে। সকাল থেকেই শিলিগুড়ি হয়ে কোনও গাড়ি পাহাড়ে উঠতে দেওয়া হচ্ছেনা।দার্জিলিং থেকেও কোনও গাড়ি নামতে দেওয়া হচ্ছে না।তবে যে পর্যটকদের ফেরার বিমান বা ট্রেন রয়েছে তাদের ছাড়া হচ্ছে।
গত কয়েকদিন ধরেই চা শ্রমিকদের বোনাসের দাবিতে শিলিগুড়িতে ত্রিপাক্ষিক বৈঠক হয়। তবে রবিবার বাগান কর্তৃপক্ষগুলি জানায় ২০ শতাংশ বোনাস দিতে পারবে না। এরপরই বনধের ডাক দেওয়া হয়।
সোমবার সকাল ৬ টা থেকে বনধ শুরু হয়েছে। সুকনা, রোহিনী, কার্শিয়াং সহ নানা জায়গায় গাড়িগুলিকে আটকে দেওয়া হচ্ছে ও ঘুরিয়ে দেওয়া হচ্ছে। রোহিনীতে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বনধ সমর্থনকারীরা।