শিলিগুড়ি, ১১ জুলাইঃ এনজেপি এলাকায় ডাকাতির ছক বানচাল করলো পুলিশ।গ্রেফতার ৮ দুষ্কৃতি।
জানা গিয়েছে, রবিবার রাতে এনজেপির নেতাজী মোড় থেকে বেশকিছু ধারালো অস্ত্র সহ ৮ দুষ্কৃতিকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতরা হল সুমন শাহ, হৃদয় শাহ,রামকুমার শাহ,দীপক শাহ, মুন্না মন্ডল,জিতেন্দ্র শাহ বিহারের বাসিন্দা এবং বাপ্পা মল্লিক ও মনু রায় এনজেপি’র শান্তিপাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, আট জনের এই দুষ্কৃতি দল এনজেপির নেতাজী মোড় এলাকায় কোনো দোকানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল।খবর পেয়েই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।