রাজগঞ্জ, ২৩ জুলাইঃ এবছর দূর্গা পূজা কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই খবরে খুশি পুজো উদ্যোক্তারা।
মঙ্গলবার কোলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পূজো কমিটি গুলির সঙ্গে বৈঠক করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।এদিন রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি রাজগঞ্জ ব্লকের সমস্ত পূজো কমিটি গুলোকে নিয়ে রাজগঞ্জ বিডিও অফিসের কনাশ্রী ভবনে এই ভার্চুয়ালি বৈঠকের আয়োজন করা হয়।
প্রত্যেক বছরই রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে আর্থিক সাহায্য করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।প্রথমে পুজো কমিটি পিছু ২৫ হাজার টাকা করে দিয়ে শুরু করা হয়েছিল।কোভিডের সময় তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়।এরপর ধাপে ধাপে প্রথমে ৬০ হাজার টাকা এবং গতবার আরও ১০ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা করা হয়েছিল।
এবছর তা বাড়িয়ে ৮৫ হাজার টাকা করা হল।এছাড়া পুজোয় বিদ্যুৎ এর ক্ষেত্রেও ৭৫% ছাড়ের ঘোষণা করা হয়েছে।
এদিনের বিডিও অফিসে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার, ভোরের আলো থানার ওসি মৃন্ময় ঘোষ, আমবাড়ি ফাঁড়ির ওসি হিরুকান্তি সরকার, বেলাকোবা থানার ওসি কে টি লেপচা সহ অন্যান্য আধিকারিকেরা।