৪৭ টি ওয়ার্ডে পুরনিগমের ভোটে একক লড়াইয়ের সিদ্ধান্ত জনতা দল ইউনাইটেডের

শিলিগুড়ি,১৭ ফেব্রুয়ারিঃ পুরনিগমের ভোটে ৪৭ টি ওয়ার্ডেই আলাদাভাবে একা লড়াইয়ের সিদ্ধান্ত জানাল জনতা দল ইউনাইটেড দার্জিলিং জেলা কমিটি। এদিন এক সাংবাদিক সম্মেলনে দার্জিলং জেলা সভাপতি ভূষন কুমার ফনী জানান, ৪৭টি ওয়ার্ডেই তারা পদযাত্রা করবেন। রাজ্যে নিতীশ মডেল লাগু করা তাদের প্রধান দাবি।


শহরকে যানযট মুক্ত করা, নেশামুক্ত করা, সবুজায়ন সহ একাধিক দাবিতে তারা প্রতিটি ওয়ার্ডে পদযাত্রা করবেন। শহরকে নেশামুক্ত করতে প্রয়োজনে তারা বেশকিছু পদক্ষেপও গ্রহন করবেন।

এছাড়া সিএএ নিয়েও মন্তব্য করেন তারা। তিনি জানান, সিপিএম এবং তৃণমূল ভোটের রাজনীতির জন্য সিএএ এর বিরোধিতা করছেন। এর আগে তারা ২০১৪ সালে পুরনিগমের ভোটে কয়েকটি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিলেন এবার তারা ৪৭ টি ওয়ার্ডেই লড়াইয়ের সিদ্ধান্ত তারা নিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *