শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ শিলিগুড়িতে একের পর এক সাইকেল চুরি।তদন্তে নেমে বড় সাফল্য পেল প্রধান নগর থানার পুলিশ। ৮টি চোরাই সাইকেল সহ গ্রেফতার ১।অভিযুক্তের নাম শিবু পাল।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সাইকেল চুরির ঘটনা ঘটছিল।এর অভিযোগ জমা পড়ে থানায়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে গেটবাজার থেকে গ্রেফতার করা হয় শিবু পালকে।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বিআরআই কলোনী সংলগ্ন জঙ্গল এলাকা থেকে আটটি চোরাই সাইকেল উদ্ধার করে পুলিশ।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।