শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ ৯ দিনের শিশুকে বিক্রির অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে।অভিযুক্ত বাবাকে গতকাল রাতে গ্রেফতার করেছে খালপাড়া ফাঁড়ির পুলিশ।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের মহারাজা কলোনির বাসিন্দা সন্তোষ মন্ডলের স্ত্রী অনিতা মন্ডল গত ৪ ডিসেম্বর শিলিগুড়ি জেলা হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেয়।এরপর ১২ ডিসেম্বর সন্তোষ মন্ডল ও অনিতা মন্ডল শিশুটিকে ২০ হাজার টাকার বিনিময়ে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছে বিক্রি করে দেয় বলে অভিযোগ।ঘটনার পরই অনিতা মন্ডলের এক আত্মীয় শিশু বিক্রির অভিযোগ করে খালপাড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে।এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা পলাতক ছিল।
সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত হরিশ কুমার ভুঝানীকে গ্রেফতার করে।তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের আরেক সদস্য কিষাণ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।গত ১৪ ডিসেম্বর হরিশ কুমার ভুঝানী ও কিষাণ চৌধুরীকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে আদালত ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে পলাতক বাবার খোঁজ পায় পুলিশ।এরপরই গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সন্তোষ মন্ডলকে গ্রেফতার করা হয়।আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।