শিলিগুড়ি, ১১ জুনঃ ওষুধের মূল্যবৃদ্ধি সহ ৯ দফা দাবিতে শিলিগুড়িতে মিছিল করল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন।
জানা গিয়েছে, ওষুধের মূল্যবৃদ্ধি, লাগামছাড়া ওষুধের দাম এবং ওষুধের কালোবাজারির প্রতিবাদে এদিন মিছিল করা হয়।মিছিলটি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে।মিছিলে বিজ্ঞানমঞ্চের সদস্য, কলেজ পড়ুয়া সহ গণ আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষেরা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে সংগঠনের সম্পাদক অমিত শঙ্কর রায় বলেন, বিগত সাতদিন ধরে গণস্বাক্ষর কর্মসূচী করছি আমরা।আমরা সাধারণ মানুষের কাছে আমাদের দাবিগুলো রাখছি।জীবনদায়ী ওষুধের দাম প্রতিনিয়ত বাড়ছে।এই বিরুদ্ধেই আমাদের আন্দোলন।

