মিছিল করে শিলিগুড়ির ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র   

শিলিগুড়ি, ৪ এপ্রিলঃ ভোট এগিয়ে আসতেই অভিনব কায়দায় চলছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার।শহরবাসীর কাছে পৌঁছে যেতে ব্যস্ত বিধানসভার প্রার্থীরা।


রবিবার শিলিগুড়ি পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডে বিশাল মিছিল করে প্রচার সারলেন শিলিগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র।এদিনের নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন প্রাক্তন কো-অর্ডিনেটর তথা তৃণমূল নেতা রঞ্জন সরকার।

একদিকে যেমন টোটো, বাইক এর বিশাল মিছিল ছিল তেমনই মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।প্রায় কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক এদিনের প্রচারে সামিল হন।এদিন গাড়িতে করে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার সারেন ওমপ্রকাশ মিশ্র।   


ওমপ্রকাশ মিশ্র বলেন, প্রচারে তিনি খুব ভালো সাড়া পাচ্ছেন, শিলিগুড়ি তৃণমূলময় হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *