পৃথক ৩টি জায়গায় অভিযানে উদ্ধার ৯২টি মহিষ, গ্রেফতার ৩

ফাঁসিদেওয়া, ১৯ মার্চঃ ফের মহিষ পাচার রুখল পুলিশ।ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্তকেন্দ্র, ঘোষপুকুর ফাঁড়ি এবং ফাঁসিদেওয়া থানার পুলিশ অভিযান চালিয়ে তিনটি কনটেনার থেকে ৯২টি মহিষ উদ্ধার করে।ঘটনায় গ্রেফতার ৩ জন।


জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বিধাননগরের মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্তকেন্দ্রের পুলিশ একটি কনটেনার আটক করে তল্লাশি চালায়।উদ্ধার হয় ২৮টি মহিষ।গ্রেফতার করা হয় গাড়ি চালক আমানুল হককে।

একইভাবে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘোষপুকুর এলাকায় ও ফাঁসিদেওয়া থানার পুলিশ গোয়ালটুলি মোড়ে দুটি কনটেনার আটক করে ৬৪টি মহিষ উদ্ধার করে।মহিষ গুলির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় গাড়ির চালকদের।ধৃতরা হল মহম্মদ জাবেদ উত্তরপ্রদেশের বাসিন্দা এবং হাবিবুর রহমান, ডালখোলা এলাকার বাসিন্দা।


ধৃত তিনজনকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *