শিলিগুড়ি, ২৭ অক্টোবরঃ ফের বড়সড় সাফল্য ডিআরআই এর, সোনা পাচারের পরিকল্পনা বানচাল করে আনুমানিক ৯৪ লক্ষ টাকার সোনা উদ্ধার করলো ডিআরআই। ঘটনায় গ্রেফতার একজন। ধৃত ব্যক্তির নাম পাপ্পু কুমার সোনি, সে বিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে এনজেপি স্টেশনে আগরতলা থেকে আসা একটি ট্রেনে তল্লাশি চালিয়ে ধৃত ব্যক্তির কাছ থেকে ৪ পিস সোনার বিস্কুট উদ্ধার করে ডিআরআই। সোনার কোনো বৈধ কাগজ ধৃতের কাছে ছিলোনা। এরপরেই গ্রেফতার করা হয় পাপ্পু কুমার সোনিকে। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ১ কেজি ৮৫৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৯৪ লক্ষ টাকা।
জানা গিয়েছে উদ্ধার হওয়া সোনা ইন্দো-মায়ানমার বর্ডার থেকে আগরতলা ও শিলিগুড়ি হয়ে বিহারে পাচারের উদ্দেশ্য ছিলো। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।
