শিলিগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ ৯৯৯ টাকায় কোচবিহার থেকে কলকাতায় যাওয়া যাবে বিমানে।আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে চালু হচ্ছে এই পরিষেবা।শুক্রবার কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করে এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।তবে পরবর্তীতে বিমান সংস্থার নির্ধারিত ভাড়া দিয়েই বিমান চলবে বলে জানা গিয়েছে।
প্রথমে কোচবিহার রাজাদের আমলেই কোচবিহারে বিমান পরিষেবা চালু হয়েছিল।পরবর্তীতে দীর্ঘদিন কোচবিহারে বিমান পরিষেবা বন্ধ থাকে। এরপর রাজ্যে নতুন সরকার আসার পর ২০১১ সালে ফের বিমান পরিষেবা চালু হয়।সেইসময় ১১দিন বিমান পরিষেবা চালু ছিল।পরবর্তীতে একাধিকবার বিমান পরিষেবা চালু হলেও তা স্থায়ী হয়নি।
এদিকে গত লোকসভা নির্বাচনের আগে কোচবিহারের বিজেপি সাংসদ প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ হওয়ার পর বিমান পরিষেবা চালু করবেন।সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি ঘোষণা করেন কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু হচ্ছে।সাংসদের এই ঘোষণার পর একাধিক সমস্যার সৃষ্টি হয়।কোচবিহার বিমানবন্দর থেকে নিরাপত্তা ও দমকল তুলে নেয় রাজ্য সরকার। এর ফলে বন্ধ হয়ে যায় কোচবিহার বিমানবন্দর।সেই থেকে দীর্ঘদিন বন্ধ ছিল কোচবিহার বিমানবন্দর।
সম্প্রতি উড়ান প্রকল্পের আওতায় ফের কোচবিহার বিমানবন্দর থেকে যাত্রী পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার।সেইমত শুক্রবার বিমানবন্দর পরিদর্শনে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।বিমান সংস্থার প্রতিনিধিদের নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে কোচবিহার – কলকাতা বিমান পরিষেবা চালু হচ্ছে।