আলিপুরদুয়ার,১০ জুনঃ উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকার করল আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হাইস্কুলের ছাত্র সৌহার্দ্য ভট্টাচার্য।তার প্রাপ্ত নম্বর ৪৯০।
আলিপুরদুয়ারের নেতাজীপাড়ার বাসিন্দা সৌহার্দ্য।ফল ঘোষণার পর থেকেই খুশির হাওয়া সৌহার্দ্যের পরিবারে।তার বাবা অশোকতরু ভট্টাচার্য গত চার বছর আগে মারা গিয়েছেন।তিনি ম্যাকউইলিয়াম হাইস্কুলের শিক্ষক ছিলেন।
সৌহার্দ্য ভট্টাচার্য জানান, আমি ফল ভালো হওয়ার বিষয়ে আশাবাদী ছিলাম।শিক্ষক-শিক্ষিকারা যেভাবে পড়তে বলতেন সেভাবেই পড়েছি।আগামীতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে।