ইসলামপুর,২২ এপ্রিলঃ উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহন প্রক্রিয়া।বৃহস্পতিবার সকাল ৭টা থেকে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রের বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে।সকাল থেকেই ভোট কেন্দ্রগুলিতে প্রবীণ থেকে নবীন ভোটাররা লাইনে দাঁড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে মোট ২১ লক্ষ ৫৩ হাজার ৬৭৩ জন ভোটার রয়েছেন।ভোটগ্রহণের জন্য জেলায় ৩০৭৬ টি বুথ রয়েছে।এই ভোট গ্রহন প্রক্রিয়ায় রয়েছেন মোট ১৩ হাজার ৪৫৬ জন ভোট কর্মী।