রাজগঞ্জ, ২৫ নভেম্বরঃ রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের লাল স্কুল পশ্চিম বালাবাড়ি এলাকায় পুকুর থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বালাবাড়ির বাসিন্দা মহম্মদ এবামের মেয়ে রোশনা খাতুন প্রতিদিনের মত সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।এরপর পুকুরের ধারে রোশনার জুতো পড়ে থাকতে দেখে সন্দেহ হয়।পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজ চালিয়ে নাবালিকার দেহ দেখতে পান।
তৎক্ষণাৎ ঘটনার খবর দেওয়া হয় রাজগঞ্জ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।গোটা ঘটনার তদন্তে রাজগঞ্জ থানার পুলিশ।
