রাজগঞ্জ, ২০ ডিসেম্বরঃ আমবাড়ি হাটের আবর্জনা ফেলার জন্য দুটি আবর্জনা বহনকারী টোটো গাড়ি প্রদান করলো জলপাইগুড়ি জেলা পরিষদ।বুধবার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হাট কমিটি ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের হাতে সেই গাড়ি দুটি তুলে দেওয়া হয়। অন্যদিকে আরও একটি আবর্জনা বহনকারী গাড়ি দেওয়া হয় পার্শ্ববর্তী বুথের জন্য।
রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া হাটটি এলাকায় আমবাড়ি হাট নামে পরিচিত। ওই হাট জলপাইগুড়ি জেলা পরিষদের অধীনে। বহু পুরনো ওই হাটের নোংরা আবর্জনা ফেলার জন্য এতদিন কোনো ব্যবস্থা ছিল না। ফলে হাটের মধ্যে ও হাটের পাশে আবর্জনার স্তূপ হয়ে থাকতো। সেই দুর্গন্ধে শুধু ব্যবসায়ীরা নয়, পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারাও অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি জেলা পরিষদকে জানানো হয়।সেই আবেদনের ভিত্তিতে জেলা পরিষদের পক্ষ থেকে তিনটি গাড়ি প্রদান করা হল।
গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ বলেন,জেলা পরিষদের পক্ষ থেকে দুটি গাড়ি দেওয়া হল হাট কমিটিকে ও একটি দেওয়া হল পার্শ্ববর্তী বুথের জন্য।তিনটি টোটো গাড়ি নোংরা আবর্জনা সংগ্রহ করে করতোয়া নদীর পাশে ডাম্পিং গ্রাউন্ডে ফেলবে।পরবর্তীতে হাটের আবর্জনা জমানোর জন্য কয়েকটি ডাস্টবিন দেওয়া হবে।টোটোগুলি সেখান থেকে আবর্জনা নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে আসবে।