শিলিগুড়ি, ২৮ জুলাইঃ শিলিগুড়ি শহরকে সবুজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা নিয়ে শিলিগুড়ি পুরনিগমের নতুন আবর্জনা পরিষ্কার করার গাড়ি ও টোটোর উদ্বোধন করা হল। এদিন নতুন গাড়ি এবং টোটোর উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, বিবেক বৈদ এবং পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া।
জানা গিয়েছে, শহরকে জঞ্জালমুক্ত করতে ৮টি গাড়ি ১৪ টি টোটো পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডের উদ্দেশ্যে রওনা দেয়।এই সমস্ত গাড়ি ও টোটো গুলি বাড়ি বাড়ি গিয়ে নোংরা আবর্জনা সংগ্রহ করবে।
এই বিষয়ে রঞ্জন সরকার জানান, এর আগে যে সমস্ত আবর্জনা সংগ্রহ করার গাড়ি ছিল সেগুলো ভাড়াতে নেওয়া হয়েছিল।তবে এখন থেকে পুরনিগমের নিজস্ব গাড়ি গুলি নোংরা সংগ্রহের কাজ করবে।এতে যেমন শহরের জঞ্জাল পরিষ্কার হবে তেমনি ঝাঁ চকচকে পরিষ্কার রাখা যাবে শহরকে।