শিলিগুড়ি, ৫ জুলাইঃ শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে আবর্জনার ভ্যাট থেকে উদ্ধার হল প্রায় ২৫টি আধার কার্ড।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, মঙ্গলবার পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিদ্যাপিঠ রোডে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে ভ্যাট থেকে প্রায় ২৫ টি আধার কার্ড পান সাফাই কর্মীরা।পরবর্তীতে ওয়ার্ড কার্যালয়ে আধার কার্ড গুলি জমা দেয় কর্মীরা।
এই বিষয়ে টিঙ্কু মহাজন জানান,উদ্ধার হওয়া আধার কার্ড গুলি এরাজ্যের নয়।সবগুলি অসমের।
বিষয়টি নিয়ে এনজেপি থানায় লিখিতভাবে জানানোর পাশাপাশি পুলিশের হাতে আধার কার্ড গুলি তুলে দেওয়া হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।