শিলিগুড়ি, ২৯ অক্টোবরঃ ফের বন্ধ হল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক।আগামী ৩১ অক্টোবর অবধি পার্ক বন্ধ থাকবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, করোনা ও লকডাউনের জেরে দীর্ঘ কয়েকমাস বন্ধ থাকার পর ২ অক্টোবর থেকে পর্যটকদের জন্য পার্ক খুলে দেওয়া হয়।
তবে পার্কের পশু,পাখিদের সুরক্ষার স্বার্থে ফের একবার পার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ।বর্তমানে গোটা পার্কে স্যানিটাইজেশন এর কাজ চলছে।এর পাশাপাশি পার্কের কর্মীদের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে।
বেঙ্গল সাফারি পার্কের ডিএফও বাদল দেবনাথ বলেন, বর্তমানে পার্কে স্যানিটাইজেশন এর কাজ চলছে।এই কারণে আগামী ৩১ অক্টোবর অবধি পার্ক বন্ধ থাকবে।এছাড়াও পার্কের ১১৭ জন কর্মীর করোনা টেস্ট করা হয়েছে।