৭ ফেব্রুয়ারি ডিওয়াইএফআই এর তরফে আয়োজিত হতে চলেছে সম্প্রীতি ম্যারাথন দৌড়

শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ আগামী ৭ ফেব্রুয়ারি ডিওয়াইএফআই এনজেপি ফুলবাড়ি লোকাল কমিটির পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে সম্প্রীতি ম্যারাথন দৌড়।


জানা গিয়েছে, সকাল সাতটায় ফুলবাড়ি হাট থেকে শুরু হবে এই ম্যারাথন।ফুলবাড়ি ও এনজেপির বিভিন্ন এলাকা ঘুরে প্রায় ১০কিলোমিটার পথ অতিক্রম করে শক্তিগড় আরআর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হবে।

এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ৫০০০টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০০০ টাকা, ও তৃতীয় পুরস্কার ২০০০টাকা, চতুর্থ ও পঞ্চম পুরস্কার ১০০০ টাকা এবং পরবর্তী আরও সাতজনকে ৫০০ টাকা করে পুরস্কার তুলে দেওয়া হবে।


ডিওয়াইএফআই নেতা তাপস চ্যাটার্জী জানান,  দেশ জুড়ে ধর্মের নামে যে বিভাজন শুরু হয়েছে তারই প্রতিবাদে তাদের এই সম্প্রীতি ম্যারাথন দৌড়।এই ম্যারাথনে অংশগ্রহণের জন্য শহরবাসীর কাছ থেকে ভালো সাড়া মিলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *