শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ আগামীকাল মহালয়া, আর মহালয়া মানেই দুর্গাপূজোর আমেজ। এই দিনটিকে নিয়ে বাঙালির সব বয়সের মধ্যেই চলে বিভিন্ন পরিকল্পনা।
মহালয়া মানেই এক প্রজন্মের কাছে ভোরে উঠে রেডিওতে মহালয়া শোনা আবার অন্য প্রজন্মের কাছে ভোরে উঠে বন্ধু-বান্ধবের সাথে ঘুরতে বেরিয়ে পড়া।এই দুই প্রজন্মের মধ্যে একদিকে যেমন বিস্তর ফারাক তেমনই আবার দুই প্রজন্মের মধ্যেই রয়েছে এই দিনটিকে নিয়ে অনেক আবেগ।
শহরের প্রবীণেরা জানান, তাদের কাছে মহালয়ার ভোর শুরু হয় রেডিওতে মহালয়া শুনে আর তারপর পরিবারের সাথে এক উৎসবের মেজাজে দিনটি কাটানো যা নতুন প্রজন্মের মধ্যে এখন দেখা যায় না।
আবার এই একই বিষয়ে নবীনেরা জানান, মহালয়া মানেই সকালে বন্ধুদের সাথে বেরিয়ে পড়া।খাওয়া-দাওয়া, আড্ডা দিয়ে দিনটি কাটানো।তবে তারা এটাও জানান যে ছোটবেলায় মহালয়া যেভাবে বাড়িতে বড়দের সাথে আনন্দ করে কাটত সেই দিনগুলো ফিরে পেলে ভালোই হত।