শিলিগুড়ি, ১৬ এপ্রিলঃ আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ বেশকিছু জেলায় পঞ্চম দফায় ভোট।তার আগে শিলিগুড়ি কলেজে ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা।সেই ডিসিআরসি সেন্টার থেকে শিলিগুড়ি, ফাঁসিদেওয়া ও মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের জন্য ইভিএম দেওয়া হচ্ছে ভোট কর্মীদের।
আজ সকাল থেকেই বিভিন্ন বুথে যারা দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা রয়েছেন এবং প্রিসাইডিং অফিসাররা রয়েছেন তারা ভিড় করেছেন।সেখান থেকেই ইভিএম নিয়ে রওনা দিচ্ছেন ভোট কেন্দ্র গুলিতে।আগামীকাল সকাল ৭টা থেকে ভোট শুরু হবে।
অন্যদিকে, দায়িত্বে থাকা ভোট কর্মীরা আশা করছেন যে পঞ্চম দফার ভোট শান্তিতেই যাতে হয় কারণ এর আগে শীতলকুচি সহ বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা সামনে এসেছে।
এদিকে যেহেতু করোনার প্রকোপ ফের বাড়তে শুরু করেছে তা নিয়েই আতঙ্কিত রয়েছেন ভোট কর্মীরা।এদিন শিলিগুড়ি কলেজে ইভিএম নিতে আসা ভোট কর্মীদের ব্যাপক ভিড়ে অনেকেই করোনার জন্য আতঙ্কিত হয়ে পড়েন।