শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার কালিম্পং এর বাসিন্দা রাহুল ত্রিক্ষত্রীকে জিজ্ঞাসাবাদ করতে শিলিগুড়িতে পৌঁছালেন কালিম্পং এর অ্যাডিশনাল এসপি শেখ আজিম।
জানা গিয়েছে, রাহুল ত্রিক্ষত্রী পাহাড়ের একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত।রাহুল ত্রিক্ষত্রী কার নির্দেশে আগ্নেয়াস্ত্র কিনেছিল এবং কে তাকে আগ্নেয়াস্ত্রের জন্য টাকা দিত, এই সমস্ত বিষয়ে তদন্ত করতেই শিলিগুড়িতে পৌঁছলেন কালিম্পং এর অ্যাডিশনাল এসপি।এদিন মেট্রোপলিটন পুলিশের আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষন আলোচনা করেন তিনি।
এদিকে মাটিগাড়া থানা এই ঘটনার তদন্তের স্বার্থে বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করছে।এছাড়াও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ একটি বিশেষ দলও গঠন করেছে।
কালিম্পং এর অ্যাডিশনাল এসপি শেখ আজিম জানান, রাহুল ত্রিক্ষত্রী এর আগেও বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত ছিল।এছাড়াও পাহাড়ের একটি রাজনৈতিক দলের সদস্য সে।গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বুধবার ৪ অভিযুক্তকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ।অভিযুক্তদের নাম সুমন চৌধুরী, ভানু কুমার, মহম্মদ সদ্দাম এবং রাহুল ত্রিক্ষত্রী।ধৃতদের হেফাজত থেকে ৯১ রাউন্ড গুলি সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল।তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।