শিলিগুড়ি,৩০ মার্চঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ছয়জনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের নাম রাজেশ ছেত্রী,সুভম রায়,পৃথ্বী সোনি,সায়ন বর্মণ,সুমন সাহানি এবং রাহুল হুসেন।
গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শাস্ত্রীনগর এলাকায় অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ।সেখানে এই ছয়জনকে দেখে সন্দেহ হয় পুলিশের।এরপরই তল্লাশি চালিয়ে যুবকদের কাছ থেকে একটি দেশি বন্দুক,এক রাউন্ড তাজা কার্তুজ সহ আরও বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,শাস্ত্রী নগর এলাকায় কোনও অপরাধমূলক কাজের উদ্দেশ্যে জড়ো হয়েছিল এই যুবকেরা।আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।