শিলিগুড়ি, ১৮ অক্টোবরঃ নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই এক মহিলা ও ব্যক্তিকে আগুনে পুড়িয়ে মারা ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সোচ্চার হচ্ছেন নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগানের বাসিন্দারা ও মৃতার পরিবার।ঘটনা কয়েকদিন আগের।চা বাগানের আধিকারিক সুদীপ্ত দাস ও ওই বাগানেরই এক মহিলা সুজাতা চিক বড়াইকের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন রূপা দাস নামে এক মহিলা।
জানা গিয়েছে, রাস্তা দিয়ে কাজের জন্য যাচ্ছিলেন সুজাতা দেবী।সেসময় পেছন থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় রূপা দাস।পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থাতে দু’জনেরই মৃত্যু হয়। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত রূপা দাসকে গ্রেফতার করেছে নকশালবাড়ি থানার পুলিশ।
চা বাগানের বাসিন্দা ও মৃত সুজাতা চিক বড়াইকের পরিবারের অনুমান রূপার সঙ্গে আরও কেউ জড়িত ছিল।পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।পুলিশের কাছে বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি করা হয়েছে।এদিকে ঘটনার পর মৃত মহিলার পরিবারকে ন্যায় পাওয়াতে পাশে এসে দাঁড়িয়েছে দার্জিলিং জেলা লিগ্যাল অ্যাইড ফোরাম।