রাজগঞ্জ, ১২ মার্চঃ বেলাকোবায় আগুনে ভস্মীভূত বাড়ি পরিদর্শন করলেন বিধায়ক খগেশ্বর রায়।শনিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার বাবুপাড়ায় সেই বাড়িতে যান তিনি।পরিবারটির সঙ্গে দেখা করে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুপাড়ায় সত্যনারায়ন রায়ের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।গোটা বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।এরফলে অসহায় হয়ে পড়েছে গোটা পরিবারটি।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, আমি কলকাতায় ছিলাম আজ বাড়িতে এসেই এই বাড়িতে এলাম। গোটা বাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।রাজগঞ্জের বিডিও এর সঙ্গে কথা বলে যা ব্যবস্থা করা যায় সেই বিষয়ে কথা বললাম।পাশাপাশি কিছু আর্থিক সাহায্যে করলাম। আগামীতে সবরকমভাবে সাহায্য করা হবে বলে জানান তিনি।