শিলিগুড়ি, ১০ জানুয়ারিঃ পিকনিকের মরশুমে বেলাকোবা উচ্চবালিকা বিদ্যালয়ে আয়োজিত হল ‘আহারে বাহারে উৎসব’।
জানা গিয়েছে, স্কুলের এই ‘আহারে বাহারে উৎসবে সামিল হয় অষ্টম থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা।ছাত্রীরা নিজ হাতে বাড়ি থেকে তৈরি পোলাও, ফ্রাইড রাইস, মোমো, চাউমিন, ফুচকা, পাস্তা সহ বিভিন্ন সুস্বাদু খাবার নিয়ে আসে।এরপর স্কুল প্রাঙ্গণে স্টল সাজিয়ে বিক্রিও করে।স্কুলের তরফে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়।স্কুলের অন্যান্য ছাত্রী ও শিক্ষিকারাও এই খাবার ক্রয় করে উপভোগ করেন।
এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ডোনা বসু জানান, এই প্রথমবার আমরা অভিনব উদ্যোগ নিয়েছি।ছাত্রীদের সৃজনশীলতা ও আত্মনির্ভরশীলতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।তাদের তৈরি খাবার সত্যিই প্রশংসনীয়।ছাত্রীরাও অত্যন্ত আনন্দিত হয়েছে।ভবিষ্যতে এমন অনুষ্ঠান আরও বড় আকারে করার আশা রয়েছে বলে জানান তিনি।