শিলিগুড়ি, ১৯ জুলাইঃ আজ থেকে ৭ দিনের জন্য বন্ধ রাখা হল ফুলেশ্বরী বাজার।গত সপ্তাহে আলোচনায় বসে জেলা প্রশাসন এই বাজার ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
ফুলেশ্বরী বাজার এলাকায় করোনা সংক্রমণ না কমায় সেখানে ৭ দিনের জন্য বাজার বন্ধ রাখা হচ্ছে।পাশাপাশি বাজার বন্ধ থাকাকালীন স্যানিটাইজেশনেরও কাজ হবে।ইতিমধ্যেই জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে সপ্তাহে একদিন বিভিন্ন বড় বাজারগুলি বন্ধ রাখা হবে দার্জিলিং জেলায়।সেদিন বাজারে স্যানিটাইজেশনের কাজ হবে।তবে কোন বাজার কোনদিন বন্ধ থাকবে তা ঠিক করবে স্থানীয় প্রশাসন।
সোমবার সকাল থেকেই ফুলেশ্বরী বাজার বন্ধ রয়েছে।মাছ, ফল, সবজি, মুদিখানা ও বাজারে থাকা সমস্ত দোকান বন্ধ রাখা হয়েছে।এছাড়াও পুলিশের নজরদারিও রয়েছে বাজারে।
অন্যদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোনও এলাকায় যদি দেখা যায় সংক্রমণ বাড়ছে।সেক্ষেত্রে সেখানে কন্টেনমেন্ট জোন করে ওই এলাকায় বাজার থাকলে তা বন্ধ রাখা হতে পারে।