শিলিগুড়ি, ১৯ আগস্টঃ আজ থেকে চার দিনের জন্য বন্ধ করা হল মাটিগাড়ার বালাসন ব্রিজ।
জানা গিয়েছে, ১৯ আগস্ট থেকে ২২ আগস্ট অবধি বালাসন ব্রিজ বন্ধ করার সিদ্ধান্ত নেয় পিডব্লিউডি।ব্রিজ বন্ধের জন্য পিডব্লিউডি এর তরফে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে একটি চিঠিও দেওয়া হয়েছিল।সেই অনুযায়ী আজ থেকে বন্ধ করা হল বালাসন ব্রিজ।
উল্লেখ্য, বালাসন ব্রিজের ৩ নম্বর পিলার মেরামতের কাজ শেষ হয়েছে।বালাসন ব্রিজের ওপর তৈরি করা অস্থায়ী বেইলি ব্রিজ খুলে নেওয়া হবে।আজ থেকেই শুরু হয়েছে বেইলি ব্রিজ খুলে নেওয়ার কাজ।আগামী ২২ আগস্ট অবধি বেইলি ব্রিজ খোলার কাজ চলবে।এরপর ২৩ আগস্ট থেকে পুরোপুরিভাবে খুলে দেওয়া হবে বালাসন ব্রিজ।তবে ১৫ টনের বেশি ওজনের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে।
