শিলিগুড়ি,১৮ জুলাইঃ আগামীকাল থেকে ৭দিন বন্ধ ফুলেশ্বরী বাজার।শনিবার স্বাস্থ্য ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করে এমনটাই জানান প্রশাসক গৌতম দেব।এছাড়াও সপ্তাহে একদিন করে বিভিন্ন বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পুরনিগম।
তবে ফুলেশ্বরী বাজার ৭দিন বন্ধের কথা শুনে কপালে চিন্তার ভাঁজ সবজি ব্যবসায়ীদের।কি কারণে বন্ধ এই নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা।
এক ব্যবসায়ী বিষ্ণু মালতি জানান, এই সিদ্ধান্ত আগে জানানো উচিত ছিল।এরফলে আমাদের প্রচুর ক্ষতি হবে।
অন্যদিকে ফুলেশ্বরী বাজারের সম্পাদক সঞ্জয় পাল বলেন, গতকাল রাতে হঠাৎ করে জানতে পারি ফুলেশ্বরী বাজার বন্ধ।বুঝতে পারছি না কি কারণে বন্ধ? ১০-১৫দিন আগে সংক্রমনের সংখ্যা বেড়েছিল কিন্তু ধীরে ধীরে সেটা স্বাভাবিক হয়েছে। আবার নতুন করে বন্ধের কারণ কি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।