আজ থেকে নিষিদ্ধ সিঙ্গেল ইউজ প্লাস্টিক, শিলিগুড়িতে অভিযানে নামলো পুরনিগম

শিলিগুড়ি, ১ জুলাইঃ আজ থেকে দেশ জুড়ে বন্ধ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক।একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক উৎপাদন,আমদানি,মজুত,বিক্রি,ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে।গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ৭৫ মাইক্রোনের প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে।রাজ্যে এই নির্দেশ জারি হতেই প্লাস্টিকের ব্যবহার রুখতে তৎপর হয়েছে শিলিগুড়ি পুরনিগম।


শিলিগুড়ি শহরকে প্লাস্টিক মুক্ত শহর গড়ার লক্ষ্যে আজ থেকেই অভিযানে নেমেছে শিলিগুড়ি পুরনিগম।এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকারের নেতৃত্বে মেয়র পারিষদের সদস্যরা ৩ নম্বর ওয়ার্ড থেকে অভিযান শুরু করেন।৩ নম্বর ওয়ার্ডের গুরুং বস্তি বাজারে ঘুরে ঘুরে দোকানদারদের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার আবেদন করা হয় এবং কাগজের ব্যাগ তুলে দেওয়া হয়।এদিনের অভিযানে যেসমস্ত দোকানে প্রচুর পরিমাণে প্লাস্টিক পাওয়া গিয়েছে সেই দোকানগুলিকে জরিমানাও করা হয়।  

এই বিষয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, শিলিগুড়িকে প্লাস্টিক মুক্ত শহর করতে আজ থেকে পুরনিগমের তরফে অভিযান শুরু করা হয়েছে।আজ গুরুং বস্তি বাজারে অভিযান চালানো হল।বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করার আবেদন জানানো হয়।পাশাপাশি বাজারের বেশকিছু দোকান থেকে প্লাস্টিক উদ্ধার হয়েছে।


অন্যদিকে পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, আজ থেকে দেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ।শিলিগুড়ি পুরনিগমও এর বিরুদ্ধে অভিযানে নেমেছে।ক্রেতা বিক্রেতাদের প্লাস্টিক ব্যবহার না করার আবেদন করা হচ্ছে।বেশকিছু দোকান থেকে প্লাস্টিক উদ্ধার হয়েছে এবং তাদের জরিমানাও করা হয়েছে।  

জানা গিয়েছে, আগামীতে শিলিগুড়িতে কোথাও প্লাস্টিক ব্যবহার করা হলে পুরনিগমের তরফে দোকানদারদের ৫০০ টাকা জরিমানা এবং ক্রেতাদের ৫০ টাকা জরিমানা করা হবে।পাশাপাশি দোকানদারদের লাইসেন্সও বাতিল করা হতে পারে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *