শিলিগুড়ি, ২৩ আগস্টঃ করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল পার্ক।অবশেষে কোভিড বিধি মেনে উত্তরবঙ্গের সমস্ত পার্ক খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের বনদপ্তর।সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে খুলে গেল সমস্ত পার্ক।
উত্তরবঙ্গের আট জেলায় বন দপ্তরের অধীনে ৩২ টি পার্ক রয়েছে।করোনাবিধির কারনে সব পার্কই বন্ধ ছিল।রাজ্য সরকারের বনদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে খুলে গেল উত্তরবঙ্গের সমস্ত পার্ক।তবে যারা ভ্যাকসিনের ডবল ডোজ এবং প্রথম ডোজ নিয়েছেন তারাই পার্কে প্রবেশ করতে পারবেন।
এদিকে পার্ক খোলার নির্দেশিকা জারি হতেই শিলিগুড়ির বিভিন্ন পার্কে স্যানিটাইজেশন ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।