আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলল স্কুল

শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ আজ থেকে আংশিকভাবে শুরু হল স্কুল।প্রায় একবছর পর খুলল স্কুল।সরকারি সমস্ত নির্দেশিকা মেনে নবম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত চলবে ক্লাস।


স্কুল খুলতেই অনেকটাই আনন্দিত পড়ুয়ারা।এতদিন বাড়িতে চলছিল অনলাইন ক্লাস তবে এবারে স্কুলে এসে বন্ধু-বান্ধবদের সাথে সময় কাটাতে পারবে, এটা ভেবেই খুশি তারা।যদিও বেশকিছু নিষেধাজ্ঞা মেনে চলতে হবে তাদের।

শহরের বিভিন্ন স্কুলে এদিন দেখা গেল ক্লাসে ঢোকার আগেই থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মেপে তারপরেই শ্রেনীকক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের।এছাড়াও আগের মত একসঙ্গে জড়ো হয়ে গল্প করা যাবে না।মুখে অবশ্যই থাকতে হবে মাস্ক।শ্রেনীকক্ষেও শারীরিক দূরত্ব দূরত্ব বজায় রাখতে হবে।পড়ুয়াদের বারবার সাবধান করতে তৎপর স্কুলের শিক্ষিকারাও।


অভিভাবকেরা জানান,ভয় তো কিছুটা রয়েছে তবে আশা রাখছেন স্কুলে শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের দিকে নজর রাখবেন।অন্যদিকে তারাও বাড়িতে বোঝাচ্ছেন স্কুলে কোন জিনিসগুলো এখন করনীয় নয়। তবে এতদিন বাদে ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠিয়ে খুশি তাদের অভিভাবকেরাও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *