শিলিগুড়ি, ২৯ জানুয়ারিঃ মাটিগাড়ার একটি শপিং মলে আজ থেকে শুরু হল পর্যটন মেলা।ব্লু আই ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত এই মেলা এবছর ষষ্ঠ বর্ষে পদার্পণ করল।
বিভিন্ন রাজ্য থেকে প্রতিবছর এই মেলায় স্টল বসে।এই মেলার মধ্য দিয়ে পর্যটনের দিক দিয়ে শিলিগুড়িকে ভারতবর্ষের মানচিত্রে নিয়ে আসা হয়েছে এমনটাই মনে করে থাকেন পর্যটনের সঙ্গে যুক্ত মানুষেরা।
রাজ বসু জানান, এই মেলা গ্রামীন পর্যটনকে ভিত্তি করে।২০২১ সালে দেশজুড়ে হওয়া সমস্ত পর্যটন মেলাই গ্রামীন পর্যটন শিল্পকে ভিত্তি করে করা হবে।৩১ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।