ফুলবাড়ি, ৩ মার্চঃ আজ থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা।পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে জলের বোতল, কলম ও গোলাপ ফুল তুলে দিল তৃণমূল ছাত্র পরিষদ।
সোমবার ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে ডাবগ্রাম-ফুলবাড়ি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এই বিষয়ে ইমরান আলি জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। প্রতিবছরের মতো এবছরও আমরা প্রায় ৯৬ জন পরীক্ষার্থীদের হাতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জলের বোতল, কলম ও ফুল তুলে দিলাম।পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই কারণে তাদের শুভেচ্ছা জানানো হল।