শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা।এবছর রাজ্য জুড়ে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন।
মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তৎপর পর্ষদ।এবছর বাড়তি সুযোগ সুবিধার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের দার্জিলিং জেলা সমতলের কনভেনার সুপ্রকাশ রায়।
তিনি জানান, শিলিগুড়িতে কোন স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র নেই।তবে সমস্ত কেন্দ্র পর্ষদের কড়া নজরদারি চলবে।পুলিশি কড়া নিরাপত্তা এবং পরীক্ষা কেন্দ্রে ড্রোন দিয়ে নজরদারি চালানোর ব্যবস্থা করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।
