শিলিগুড়ি,৭ ফেব্রুয়ারিঃ আজ থেকে শুরু প্রেমের সপ্তাহ বা ভ্যালেন্টাইনস উইক।গোলাপ দিবসের মধ্য দিয়ে শুরু হল প্রেমের সপ্তাহ উদযাপন।
গোলাপ দিবসে শিলিগুড়ির হিলকার্ট রোডে ফুলের দোকানে বিভিন্ন ধরণের গোলাপ নিয়ে হাজির ব্যবসায়ীরা।লাল গোলাপ থেকে শুরু করে সাদা, হলুদ, গোলাপী সহ বিভিন্ন রঙের গোলাপ রয়েছে।গোলাপের চাহিদা যেমন রয়েছে তেমনি এবারে দামও বেড়েছে।৩০-৫০ টাকা করে বিক্রি হচ্ছে গোলাপ।
এদিন ব্যবসায়ীরা জানান, এবছর দাম একটু বেড়ে গিয়েছে।লাল ও হলুদ গোলাপের চাহিদা বেশি রয়েছে।প্রতিবছরের মত এবছরও ভালো বিক্রি হবে বলে আশা ব্যবসায়ীদের।