শিলিগুড়ি, ২৯ ফেব্রুয়ারিঃ সিএএ, এনআরসি এবং এনপিআর নিয়ে শিলিগুড়িতে আলোচনা সভায় যোগ দিলেন বিশিষ্ট আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভাঘরে আলোচনা সভায় বিকাশ রঞ্জন সরকার ছাড়াও প্রাক্তন মেয়র তথা কংগ্রেস নেত্রী গঙ্গোত্রী দত্ত, সিপিএমের জেলা সম্পাদক জিবেশ সরকার, শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য, মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার উপস্থিত ছিলেন।
