শিলিগুড়ি, ১৫ অক্টোবরঃ আলু বিরিয়ানি নিয়েই গন্ডগোলের সূত্রপাত।দোকানে আলু বিরিয়ানি বিক্রি করা হয় না।দোকানদারের কাছে এমন কথা শুনে বেজায় চটলেন কিছু যুবক।এরপর সেই দোকানে হামলার অভিযোগ উঠলো যুবকদের বিরুদ্ধে।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি এনটিএস মোড়ের কাছে একটি দোকানে।গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
জানা গিয়েছে, সোমবার রাতে এনটিএস মোড়ের কাছে বিরিয়ানির দোকানে যায় গোপাল রায় সহ কয়েকজন যুবক।দোকানদারের কাছে আলু বিরিয়ানি চায় তারা কিন্তু সেই দোকানের কর্মীরা জানায় আলু বিরিয়ানি বিক্রি করা হয় না।অভিযোগ, এরপরই দোকানের কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে যুবকেরা।এরপর দোকানের মালিক যুবকদের শান্ত করিয়ে আলু বিরিয়ানি দিতে রাজি হয়।তবে আলু বিরিয়ানির দাম ৮০ টাকা চাওয়া হলে ফের এই নিয়ে শুরু হয় বচসা।এরপরই দোকানের কর্মীদের মারধর ও হামলা চালানো হয় বলে অভিযোগ।
ঘটনার পর মঙ্গলবার যুবকদের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোকান কর্তৃপক্ষ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।