আলিপুরদুয়ার, ২ মার্চঃ আলুর বন্ড বিতরণে হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ তুলে ফালাকাটার খাড়া কদম এলাকায় এশিয়ান হাইওয়েতে অবরোধে সামিল হলেন কৃষকরা।
কৃষকদের অভিযোগ, ফালাকাটা হিমঘরের শেয়ার হোল্ডার হওয়া সত্ত্বেও হিমঘর কর্তৃপক্ষ চাষীদের জন্য আলু সংরক্ষণের নির্দিষ্ট পরিমাণ বেঁধে দিয়েছে।চাষিদের বঞ্চিত করে হিমঘর কর্তৃপক্ষ আলু মজুতকারি ব্যবসায়ীদের আলুর বন্ড বিক্রি করে দিচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।কৃষকদের এই পথ অবরোধের ফলে এশিয়ান হাইওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।প্রায় ৪ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।